images

জাতীয়

শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্রজনতা ছুটে আসছেন ছাত্র-জনতা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যনয়রত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসেছেন। ছোট ছোট গ্রুপ নিয়ে আসছেন কেউ কেউ। শাহবাগে জড়ো হচ্ছেন আলেম-ওলামারাও।

শাহবাগে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান ঢাকা মেইলকে বলেন, হাদিকে নির্মমভাবে গুলি করে আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় দালালরা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, হাদির হত্যার বিচারের নামে কোনো নাটক সহ্য করা হবে না। খুনিদের যারা আশ্রয় দিয়েছে, তাদেরও বিচার করতে হবে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসএইচ/এফএ