নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদির শাহাদাতবরণে শোক বার্তা প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে এ বার্তা পোস্ট করা হয়।
পোস্ট বলা হয়, আমরা তরুণদের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএইচ/এআর