নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এই আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার সময় একদল লোক এসে উদীচী কার্যালয়ে হঠাৎ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর ভেতরে থাকা কয়েকজন দৌঁড়ে আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে।
আরও পড়ুন: গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় আগুন
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১ম ইউনিট পৌঁছায় ৭টা ৪৭ মিনিটে। ৪টি ইউনিট ৮টা ১৩ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।’
একেএস/এমআই