images

জাতীয়

শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

রাজধানীর শাহবাগ এলাকা থেকে চলে গেছেন আন্দোলনকারীরা। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে শাহবাগ মোড় ত্যাগ করেন।
 
এর আগে বিভিন্ন দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অবস্থানের কারণে শাহবাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও যাত্রীরা।
 
picture
 
সন্ধ্যা সাড়ে সাতটার পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করলে পুলিশ ও ট্রাফিক বিভাগ দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে তোলে। এরপর শাহবাগ, কাঁটাবন, বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কগুলোতে যানবাহন চলাচল শুরু হয়।
 
এ সময় শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে।
 
পুলিশ জানায়, বর্তমানে শাহবাগ এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
এএইচ/এআর