জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডাকসু ভিপি ফেসবুকে লিখেছেন, শহীদ শরিফ ওসমান হাদির দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: হাদির কফিন ধরে কাঁদলেন নেতারা
এর আগে ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
হাসপাতালের হিমঘরে রাখা হবে ওসমান হাদির মরদেহ। শনিবার দুপুরে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে গুলির অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।
বিইউ/এমআই