জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃ্ত্যুর ঘটনার পরপরই রাজধানীর কারওয়ানবাজারে থাকা দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে বিশৃঙ্খল দঙ্গলের হামলার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে প্রথম আলোর সংবাদকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির সামনে এক মানববন্ধনে অংশ নেন তারা। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কবি ও লেখক সাজ্জাদ শরীফ বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, যারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
তিনি আরও বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আমাদের প্রথম আলো অফিসে সংগঠিত হামলা হয়েছে। যখন আমাদের প্রথম আলোর সংবাদকর্মীরা রাতে আগামী দিনের পত্রিকার কাজ করছিলেন। সেই সময় অতর্কিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।’
সাজ্জাদ শরীফ বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল সংগঠিত এই হামলা চালিয়েছে। আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকিতে ছিলেন। তারা বাধ্য হয়ে পত্রিকা না প্রকাশ করে কাজ ফেলে চলে যান।’
তিনি আরও বলেন, ‘২৭ বছরে এই প্রথম আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি এবং গতরাত থেকে আমাদের অনলাইনও বন্ধ রয়েছে। এটি বাংলাদেশের বাক স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর কঠিন আক্রমণ। একই সঙ্গে শুধু প্রথম আলো নয়, ডেইলি স্টারের ওপরও আক্রমণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি সংবাদ মাধ্যমের জন্য একটি কালো দিন।’
এমআইকে/এফএ