images

জাতীয়

হাদিকে হত্যার প্রতিবাদে বসুন্ধরা এলাকায় বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর বসুন্ধরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বসুন্ধরা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নতুনবাজারের দিকে অগ্রসর হতে দেখা যায়।

মিছিলে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। তারা সবাই মুসল্লি ছিলেন। ধারণা করা হচ্ছে, বসুন্ধরা বা কুড়িল এলাকার কোনো মসজিদে জুমার নামাজ আদায়ের পর তারা মিছিল নিয়ে বের হন। দুটি ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা নর্দা হয়ে নতুনবাজারের দিকে যান। ব্যানারে বড় করে লেখা ছিল—হাদী তুমি মরোনি, আমরা আছি লক্ষ ভাই।

এ সময় বিক্ষোভকারীরা “এক হাদীর লোকান্তরে, লক্ষ হাদী ঘরে ঘরে; আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই; তুমি কে আমি কে, হাদি হাদি; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান; গোলামি না আজাদি, আজাদি আজাদি; ভারতের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা—এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

বিক্ষোভ মিছিলটি নর্দা হয়ে নতুনবাজারে গিয়ে ঘুরে আবার নর্দার দিকে ফিরে আসে এবং কুড়িল এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে আগামীকাল শনিবার হাদির মৃত্যুতে সরকার শোক প্রকাশ করবে। ফলে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীরা হাদির মাথায় গুলি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এমআইকে/এআর