images

জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে এই বিক্ষোভ শুরু হয়।

জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ।

বিক্ষোভ কর্মসূচির শুরুতে স্লোগান দিতে আরম্ভ করেন সংগঠনটির নেতা–কর্মীরা। স্লোগানে তারা বলতে থাকেন, ‘আমি কে, তুমি কে, হাদি, হাদি;’ ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’; ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।’

এ ছাড়া, একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিশের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবি বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু করে।

এফএ