জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত আটটার দিকে তারা আগুন নেভানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক আক্রান্ত হন।
পরে তাদের উদ্ধার করে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
ফায়ারের আহত দুই কর্মী হলেন- মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান।
তিনি জানান, আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক শকে আহত হওয়া দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মী। তারা ফাইটার পদে কর্মরত আছেন।
মিজানুর রহমান আরও জানান, তারা আগুন নেভাতে গিয়ে পানির লাইন দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শক আক্রান্ত হন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, ‘অসুস্থ দুই ফায়ার ফাইটারকে নিয়ে আসা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।’
এমআইকে/এএইচ