জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে শাহবাগে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরমধ্যে কিছু অতিউৎসাহী লোকজন হঠাৎ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রকাশিত হয়নি দুটি পত্রিকা। এমন কি কারিগরি ত্রুটির কারণে অনলাইন পোর্টালেও সংবাদ প্রকাশ করতে পারেনি তারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলোর পক্ষ থেকে এমন তথ্য জানিয়ে কারিগরি ত্রুটি সেরে দ্রুতই পত্রিকা প্রকাশ ও অনলাইন পোর্টাল চালু করার কথা জানানো হয়েছে।
এমন পরিস্থিতিতে পাঠকদের সহযোগিতা চেয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ।
সকালে প্রথম আলোর ফেসবুক পেজে এক পোস্টে প্রথম আলো কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।
বিইউ/এফএ