নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে মিছিলে মিছিলে উত্তাল পুরো রাজধানী। প্রথম আলো,ডেইলি স্টার ভবনে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হাদির মৃত্যুর পর এমন ঘটনা ঘটে।
এদিকে আইনশৃঙ্খলা সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী,শাহবাগ,কারওয়ানা বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষুদ্ধ জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে তারা।
শাহবাগ মোড়
রাত সাড়ে ১১টায় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পুরো এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আজমপুর মহাসড়ক
রাত ১১ টা ৪৫ মিনিটে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মহাসড়কে অবস্থান নিয়ে পুরো সড়ক বন্ধ করে দেয়।
উত্তরা
রাত ১২টা ৫ মিনিটে উত্তরা মুগ্ধ মঞ্চ থেকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতার একটি মিছিল সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসায় ভাঙচুর চালায়।
যাত্রাবাড়ী
রাত ১২টায় দনিয়া কলেজের সামনে কয়েকশ বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
কারওয়ান বাজার
রাত ১২টার পর কারওয়ান বাজার প্রথম আলোর সামনে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা প্রুতষ্ঠানটির কার্যালয় ঘেরাও করে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। এরপর ডেইলি স্টার কার্যালয় ঘেরাও কর ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া রাত ১২টা ১০ মিনিটের সময় ভারতীয় অ্যাম্বাসির সামনে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে।
একেএস/এএইচ