জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ এএম
আধিপত্যবাদের এ দেশীয় দোসর সহযোগীরা ছাত্রজনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। সাদিক কায়েম তার ফেসবুকে লেখেন, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী শরীফ ওসমান হাদীর শাহাদাত বরণের পর খুনীদের শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও প্রক্সি ষড়যন্ত্রকে পরাজিত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য।
তিনি আরও বলেন একইসাথে আধিপত্যবাদের এদেশীয় দোসর/সহযোগীরা ছাত্রজনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদপত্র অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা তারই অংশ হয়ে থাকতে পারে।
সবশেষে লিখেছেন, এমতাবস্থায় ছাত্রজনতাকে সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি।'
টিএই