নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এই অযাচিত নসিহত অগ্রহণযোগ্য।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের প্রয়োজন নেই।’
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন।’
উপদেষ্টা বলেন, ‘ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোনো কথা এখনো ভাবছে না সরকার। তবে প্রয়োজনে মিশন ছোট করা হবে।’
তিনি বলেন, ‘ভারত সবশেষ বক্তব্যে নসিয়ত করেছে, যা ঢাকা চায় না। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’
তারেক রহমান গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত বাংলাদেশে আসার জন্য কোনো ট্রাভেল পাস বা ডকুমেন্ট চাননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া হাসনাত আবদুল্লাহ পদত্যাগের যে দাবি তুলেছেন, তা কোনোভাবেই সরকারের অবস্থান নয় বলেও মন্তব্য তার।
গত সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সেভেন সিস্টার্স সম্পর্কে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।’
এমন মন্তব্যেরর বিষয়ে জানতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত সরকারের অংশ না। তার বক্তব্য সরকারের বক্তব্য নয়।’
এসএইচ/এএইচ