নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।
এর আগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে সামনে রেখে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকা একত্রিত হন বিক্ষোভকারীরা।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়।
তারা ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাইরে’, ‘কথায় কথায় বাংলা ছাড়-বাংলা কি তোর বাপ দাদার?’ স্লোগান দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে দেওয়া ও ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল’, ‘মিডিয়া লীগ’ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ডাক দেয়।
জুলাই ঐক্যের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার লেখা হয়, কর্মসূচিতে ‘দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তা’দের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ অংশ নেবেন।
জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের ‘প্রক্সি শক্তিগুলো’ নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ তাদের।
আয়োজকদের অভিযোগ, ‘আধিপত্যবাদের’ বিরুদ্ধে লড়াই করা জুলাই আন্দোলনের মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতীয়দের একাংশ আনন্দ-উল্লাস করেছে।
এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তারা বলছে, “বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব না।”
এমআর