images

জাতীয়

বংশালে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

‎রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট করা বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় চারজন গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশীয় অস্ত্রের মূল হোতা রায়হান রাজ এখনও পলাতক রয়েছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত বংশালের সিক্কাটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযানে অংশ নেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয় চার’ এর আজিমপুর সেনা ক্যাম্পের একটি টহলরত দল।

‎গ্রেফতাররা হলেন— নিরব (২০), মো. আব্দুল হামিদ (৬০), মো. সামুন মিয়া (৩৮) এবং মো. সামির (১৮)।

‎সেনা সূত্র জানায়, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল থানা এলাকায় গোপনে লুকিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রটির প্রাথমিক অবস্থান হিসেবে বংশালের সিককাটুলী এলাকার একটি বাসার তথ্য পাওয়া যায়।

‎উদ্ধার অভিযান প্রথমে রায়হান রাজের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি CZ-75, 0-07 মডেলের এবং চেক প্রজাতন্ত্রে তৈরি। এছাড়া একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। পরে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র। এরপর সিককাটুলী এলাকার সামিরের বাসায় অভিযান চালিয়ে সেখানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট)।

‎সেনা সূত্র আরও জানায়, রায়হান রাজ ওই এলাকার ‘বোম রায়হান গ্রুপ’ এর একজন সক্রিয় সদস্য। অভিযানের সময় তিনি পালিয়ে যান এবং বর্তমানে পলাতক রয়েছেন।

‎সেনা সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইয়াসির হোসেন জানান, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে থানায় লুট হওয়া একটি পিস্তল এবং অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তদন্ত চলমান রয়েছে।

‎একেএস/এএস