images

জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ এএম

শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে।

image

আরও পড়ুন: ‘গেম নির্মাতা’ থেকে প্রকাশ্যে হামলার সন্দেহভাজন কে এই ফয়সাল করিম মাসুদ

র‍্যাব সূত্র জানায়, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হাদিকে গুলি: সীমান্ত পাচারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী আটক

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে দুই আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হামলাকারী হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন বলে জানা গেছে।