জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের টিনশেডের নিচ থেকে অজ্ঞাত এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক।
ফারুক বলেন, এটা আজ মঙ্গলবার সকালের ঘটনা। ওই নারী ঢামেকে ঘোরাঘুরি করতো। আজ সকালে মরে পড়ে ছিল। পরে মরদেহটি উদ্ধার করা হয়৷
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, অজ্ঞাত মরদেহের বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এমআইকে/ক.ম