images

জাতীয়

ওসমান হাদির পক্ষে আসিফ মাহমুদের অন্যরকম শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শরীফ ওসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্বে থাকা এই তরুণের নাম এখন সারাদেশের মানুষের মুখে মুখে। আততায়ীর গুলিতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা। 

দেশে থাকলে এবং সুস্থ থাকলে বিজয় দিবসের দিনে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো হাদিও যেতেন সাভারের স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু তিনি এই মুহূর্তে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসারত।

asif3

তাই বলে বিজয়ের দিনে ওসমান হাদিকে ভোলেননি জুলাই আন্দোলনে একসঙ্গে নেতৃত্ব দেওয়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেওয়া আসিফ মাহমুদ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার সময় হাদির পক্ষেও একটি ফুলের তোড়া নিয়ে যান। সেখানে ওসমান হাদির নাম লেখা ছিল। 

শুধু তাই নয়, আসিফ মাহমুদের কর্মী-সমর্থকদের হাতে শোভা পেয়েছে ওসমান হাদির ছবি সম্বলিত ফেস্টুন। যাতে ইংরেজিতে বড় অক্ষরে লেখা ‘উই আর হাদি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ঘুরছে। অনেকেই আসিফ মাহমুদের এমন উদ্যোগের প্রশংসা করছেন।

asif2

এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুহিন লিখেছেন, ‘ওসমান হাদি আজকে সুস্থ থাকলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে যেতেন। আজ সে ঘাতকের আঘাতে হাজার মেইল দূরে চিকিৎসাধীন। আর তার শূণ্যতা পুরণে এগিয়ে এসেছে জুলাইয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ।’

আরও লিখেছেন, ‘ঢাকা-১০ আসনে নির্বাচন করতে চাওয়া সাবেক এই উপদেষ্টা নিজের পাশাপাশি হাদির জন্যও একটা ফুলের ডালা নিয়ে এসেছে। সঙ্গে ছিল ঐতিহাসিক ৯ দফার ঘোষক আব্দুল কাদের ও লড়াকু ছাত্রনেতা আশরেফা খাতুন। গুলি লেগেছে হাদির গায়, আমরা আছি লাখো ভাই।’

বিইউ/এএইচ