images

জাতীয়

বিজয়ের বর্ণিল আলোয় সেজেছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ এএম

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা রাখলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে অর্জিত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ স্মরণে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী। বিজয় উদযাপনে রঙিন আলোর সাজে সেজেছে গলি থেকে রাজপথ।

সোমবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক ও অলিগলি বিজয়ের আলোয় আলোকিত হয়ে ওঠার দৃশ্য নজর কেড়েছে।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে দেখা যায় জাতীয় পতাকা। অনেককে আবার মোবাইল ফোনে এসব মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতেও দেখা যায়।

V1

বিজয়ের প্রথম প্রহরে আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ। আতশবাজির সঙ্গে ফানুস উড়িয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কনসার্টে সুরের মূর্ছনায় প্রকাশ পায় উচ্ছ্বাস। এ দৃশ্য দেখতে রাজু ভাস্কর্যে নানা বয়সী মানুষের ঢল নামে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা আর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিজয় দিবস উদযাপনে অংশ নেয় তরুণ প্রজন্ম ও নানা শ্রেণিপেশার মানুষ।

V2

এদিকে, বিজয় দিবস উদযাপনে দেশের বিভিন্ন স্থানে বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

V3
 
সব প্রতিকূলতা পেরিয়ে প্রিয় মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে ও এগিয়ে যাবে, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

এফএ