images

জাতীয়

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে শপথ বাক্য পাঠ করালেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এই শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্যে ড. মাহমুদুর রহমান বলেন, ‘আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জুলাইয়ের গণআকাঙ্ক্ষার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো দমনমূলক, ফ্যাসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ব।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো দমনমূলক, ফ্যাসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ব। ভারতীয় আধিপত্যের দামে এবং জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থবিরোধী শক্তি, গুম-খুন ও গণহত্যাকারী দল, ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্ট কাউকে বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না।’

ড. মাহমুদুর রহমান বলেন, ‘আইনের শাসন, জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা আপসহীন থাকব। এই মর্মে আমরা আজ শপথ গ্রহণ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ আপনাদের হেফাজত করুন।’


এএইচ/এফএ