জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির মিডিয়া বিভাগ।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তি নালিতাবাড়ী সীমান্ত দিয়ে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের সহযোগী। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
গত দুই দিন ধরে সংবাদ চাউর হয় যে, ময়মনসিংহ সীমান্ত দিয়ে হাদীকে গুলির ঘটনায় জড়িত দুজন ভারতে পালিয়ে গেছেন। তবে পুলিশ বিষয়টি স্বীকার করছে না। পুলিশের দাবি, অপরাধীরা এখনো দেশেই রয়েছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে।
গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন খুব কাছ থেকে তাঁকে গুলি করে। পরে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। গুলি হাদীর চোয়ালের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।
পরে সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত রিকশাযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচার শুরু হয়। সন্ধ্যার পর অস্ত্রোপচার করে চোয়াল থেকে গুলি বের করা হয়। রাত সাড়ে সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি তাঁর ফেসবুক পেজে জানান, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৩০টি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। একই সঙ্গে তাঁর বাড়িতে আগুন দেওয়া এবং স্ত্রী ও মাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুরুতর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০) অথবা ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) নম্বরে কিংবা ৯৯৯–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
সর্বশেষ খবরে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
এমআইকে/এআর