images

জাতীয়

বক্তব্য প্রত্যাহার করে সিইসিকে ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসু ভিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের দেওয়া বক্তব্যকে প্রত্যাহার করে তাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। 

সাদিক কায়েম বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন, সেটাকে প্রত্যাখান করছি। তিনি আজকে বলেছেন, ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা যে গুলি করেছে, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

 তিনি বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই ধরনের নৃসংশ হামলার পর আপনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন! অনতিবিলম্বে আপনার এই মন্তব্য প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান।’ 

ডাকসু ভিপি আরও বলেন, ‘আপনি বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে আমরা আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করব।’ 

আমাদের জাতীয় ঐক্য দরকার মন্তব্য করে সাদিক কায়েম বলেন, ‘দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জুলাইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ঠিক একইভাবে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই শহীদদের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারব, ইনশাআল্লাহ।’

এসময় যেসকল আইনজীবী আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে জামিন পেতে সহায়তা করছে, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য কাজ করছেন, আপনাদের তথ্যগুলো আমরা সারাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেব।’

সাদিক কায়েম বলেন, ‘এই খুনি হাসিনা এবং তার নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের জামিনের জন্য যে আইনজীবীরা কাজ করবে, অপরাধীদের দায়মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে, প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে।’

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে ইয়ূথ ভোটারদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে হত্যাচেষ্টার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেন সিইসি। এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। 

এমআইকে/এএইচ