images

জাতীয়

স্বরাষ্ট্রের কার্যালয় অভিমুখে শিক্ষার্থীরা, সচিবালয় জুড়ে কড়া নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যাচ্ছে ডাকসু নেতাদের নেতৃত্বে এক দল শিক্ষার্থী। এর জেরে সচিবালয় জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের আশপাশে কড়া নিরাপত্তার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল।‎

2

সচিবালয় এলাকায় গিয়ে দেখা গেছে, জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের দিকে আসার রাস্তায় পুলিশ ব্যরিকেড দিয়ে রেখেছে। কোনো যানবাহন আসা-যাওয়া করতে পারছে না।

অন্যদিকে শিক্ষা ভবনের দিকের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সচিবালয়ের সামনের গেটে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

3

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালেয় অভিমুখে যাচ্ছেন।

এদিকে আবার হাদির হামলাকারীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুর ১২টায় শাহবাগ মোড় ব্লকেড করে দিয়েছে জাতীয় ছাত্র শক্তি। 

5

আন্দোলনকারীরা বলছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি করে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি।

তারা আরও বলছেন, এর আগেও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সময় বেঁধে দিয়েছিলাম। তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

বিইউ/এএইচ