নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে আওয়ামীপন্থিরা অপতথ্য প্রচার এবং উল্লাস প্রকাশ করছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, গত নভেম্বর থেকে আওয়ামীপন্থিরা শরিফ ওসমান হাদিকে হামলার হুমকি দিয়ে আসছিল।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আরও বলা হয়, হামলার ঘটনার পর আওয়ামীপন্থিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ান এবং প্রকাশ্যে উল্লাসও দেখায়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী এক্টিভিস্টদের একটি অংশ হামলার দায় বিএনপি ও জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করে। পরে অভিযুক্ত ফয়সালের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য সামনে এলে তা অস্বীকার করে নতুন করে অপতথ্য প্রচার শুরু করে।
একই সঙ্গে হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীপন্থিদের উল্লাস প্রকাশের একাধিক উদাহরণও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে। তবে মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনো অধরা।
এএইচ