নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ফয়সাল করিমের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু।
আরও পড়ুন: ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হাদিকে গুলি করা ব্যক্তি, তার সহযোগী এবং মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
একেএস/এমআর