images

জাতীয়

হাদির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা, বিদেশ নেওয়ার চিন্তা পরিবারের

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

দুর্বৃত্তের ছোড়া বুলেটে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থীর শরীফ ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চিন্তাভাবনা করছে পরিবার।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আবদুল আহাদ।

তিনি জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক এবং তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। তার ব্রেনের ভেতরে এখনো বুলেটের একটি অংশ থেকে গেছে। এই অংশের অবস্থান ব্রেনের স্পর্শকাতর রক্তনালীর সঙ্গে।’

চিকিৎসক আবদুল আহাদ জানান, ‘একটা অংশ বের হয়ে গেছে। অপারেশনের সময় বুলেটের একটি শেল (কাভার) অংশ ডাক্তাররা বের করেছেন। তবে আরও একটি ছোট অংশ এখনো ব্রেইনের ভেতরে থেকে গেছে। ঝুঁকি বিবেচনা করে ডাক্তাররা যদি প্রয়োজন মনে করেন, এই অংশ বের করা সম্ভব, তাহলে সেটা করবেন।’

তিনি আরও জানান, ‘হাদির শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার দুই কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে।’

এদিকে হাদির চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (রোববার) মেডিকেল বোর্ডে এ নিয়ে আলোচনাও হয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।

এএইচ