নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য আইজিপি, পুলিশ কমিশনার, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও এমটিএমসির সঙ্গে আজ বিকেল ৪টায় বৈঠকে বসবো আমরা।’
এরআগে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সকল অফিস ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এফএ