images

জাতীয়

পোস্টাল ব্যালট: নিবন্ধনে সরকারি কর্মচারীরা প্রতিদিন সময় পাবেন ১২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সরকারি কর্মচারী এবং কয়েদিরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন ১২ ঘণ্টা সময় পাবেন নিবন্ধনের জন্য।

রোববার (১৪ ডিসেস্বর) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ; নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে In Country Postal Vote (ICPV) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর মধ্যে 'Postal Vote BD' অ্যাপ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭০ হাজার

সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদফতরর পরিদফতর-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে নিবন্ধন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/জেবি