জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ এএম
মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন, সুদমুক্ত আবাসন ঋণ চালু এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ডসহ মোট ১০ দফা দাবি সরকারের কাছে উত্থাপন করেছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জাতীয় সেমিনারে ইমাম-খতিবদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী দাবিগুলো উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের মসজিদভিত্তিক ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য জাতীয়ভাবে একীকৃত ও ন্যূনতম জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো প্রণয়ন জরুরি।
দাবির মধ্যে রয়েছে—ইমাম-খতিবদের আবাসন সংকট নিরসনে ওয়াকফ তহবিল বা সরকারি সহায়তায় সুদমুক্ত গৃহঋণ চালু; মসজিদের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল ‘ধর্মীয় স্থাপনা’ ক্যাটাগরিতে এনে বিশেষ হারে নির্ধারণ; ইমাম-খতিব ও তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ সমাজসেবা কার্ড প্রবর্তন।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সব সুবিধা প্রাপ্তিতে ইমাম-খতিব ও শিক্ষক সমাজকে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ হিসেবে ঘোষণা; যোগ্যতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ইমাম ডাটাবেস তৈরি; ধর্মীয় দায়িত্ব পালনের সময় হুমকি ও সহিংসতা রোধে ‘ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়।
সেমিনারে আরও বলা হয়, ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন ও সমাজে শান্তি রক্ষায় একটি কেন্দ্রীয় জাতীয় শুরা বোর্ড গঠন প্রয়োজন। পাশাপাশি প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসহায় ইমাম-খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ এবং ধর্মীয় বক্তব্য বা সমাজকল্যাণমূলক কার্যক্রমের কারণে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় বিশেষ আইনি সুরক্ষার দাবি তোলা হয়।
সংগঠনের নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে ইমাম-খতিবদের পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং ধর্মীয় সেবার মান আরও সুসংহত হবে।
টিএই/এএস