নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ৭.৬৫ ক্যালিবার বোর্ড গুলি ব্যবহার করেছে শ্যুটার।
শনিবার (১৩ ডিসেম্বর) অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ক্রাইম সিন ইউনিট ও সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবহৃত গুলিটি ছিল ৭.৬৫ ক্যালিবারের, যা বাংলাদেশে তুলনামূলকভাবে কম ব্যবহৃত একটি অস্ত্রের গুলি।
সাধারণত এ ধরনের অস্ত্র অপরাধ জগতের মধ্যেই সীমিত পরিসরে ব্যবহৃত হয়ে থাকে বলে তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন।
তদন্ত কর্মকর্তাদের মতে, এই ধরনের অস্ত্র সাধারণ নাগরিকদের মধ্যে সচরাচর দেখা যায় না, যা হামলার পেছনের পরিকল্পনা ও অস্ত্রের উৎস নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবহৃত অস্ত্রের ধরন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ও অবৈধ অস্ত্রের প্রবাহ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এম/এএইচ