images

জাতীয়

সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় বিপিজেএর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকন্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিপিজেএ। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

শনিবার  (১৩ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে বিপিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান।

সাংবাদিক জাহাঙ্গীর কিরণ জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খিলক্ষেতের বরুয়ায় মানবকন্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় আমার মোবাইল নাম্বারে ০১৭১২-৪৬০২৬৯ তে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে। জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই আমি ফোন রিসিভ করি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করে অপরিচিত ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। 

কিরণ বলেন, আমি তার পরিচয় জানতে চাইলে তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঈম বলে জানায়। এসময় আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা, মা তুলে গালাগাল শুরু করে। 'তোর চিফ রিপোর্টারগিরি ছুটায়ে দিবো’ বলে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি তিনি  কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের বাসিন্দা। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় তিনি দুষ্কৃতকারী হিসেবে পরিচিত। 

 ক.ম/