জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শিগগিরই ‘ডেভিল হান্ট ফেজ টু অপারেশন’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে গত ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। কিছুদিন সেই অভিযান চললেও পরবর্তীতে তা অনেকটা থমকে যায়।
বিইউ/এফএ