images

জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই)।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিটিজেন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও কাতার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ এবং সেক্রেটারি ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট তাইয়িব আহমেদের যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের নিখুঁত গুলিতে তার চোয়াল বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতিতে বলা হয়, একজন সক্রিয় নাগরিককে হত্যার টার্গেট করা শুধু ব্যক্তিগত হামলা নয়; এটি দেশের গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সংগঠনটি মনে করে, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতা দমন, গণতান্ত্রিক প্রতিরোধ ও জুলাই যোদ্ধাদের ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘটিত।

বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদি শুধু একজন সংগঠক নন-গত এক বছর ধরে জুলাই-পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন দমিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অবিচল ছিলেন। তার লেখনী, রাজপথের আন্দোলন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিরোধ বাংলাদেশে ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে শক্ত কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মহাজোটের শাসনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে যে ঝুঁকি তিনি নিয়েছেন, এই হামলা সেই সাহসী ভূমিকারই পরিণতি বলে দাবি করে সিআই।

সিটিজেন ইনিশিয়েটিভ অবিলম্বে গুলির ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরুর জোর দাবি জানিয়ে বলেছে, সত্য উদঘাটন করে দায়ীদের কোনোভাবেই রক্ষা করা যাবে না। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উদাহরণযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, নিরাপত্তাশঙ্কা থাকা সত্ত্বেও দিনের বেলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত জরুরি। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবিও জানায় সিআই, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামে ফিরে আসতে পারেন।

বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভ দৃঢ়ভাবে জানায়, ওসমান হাদির ওপর হামলা বিরোধী মত দমনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেও গুলি বা হামলা চালিয়ে জুলাইয়ের কোটি কোটি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই অব্যাহত থাকবে, এবং ওসমান হাদির মতো সংগ্রামীদের পাশে তারা সর্বদা থাকবে।

উল্লেখ্য, সিটিজেন ইনিশিয়েটিভ দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একটি সংগঠন। “গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন”—এই স্লোগানকে সামনে রেখে ১২ জুলাই ২০২৩ থেকে সংগঠনটি রাজনীতিতে সততা, জবাবদিহিতা, গণতান্ত্রিক চর্চা, ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। 

এমআর/এমআই