images

জাতীয়

কেরানীগঞ্জে আগুন নির্বাপনে সময় লাগছে যে কারণে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

রাজধানীর কেরানীগঞ্জে ১২ তলা ভবনে লাগা আগুন এখনও নির্বাপন সম্ভব হয়নি। শনিবার ভোর সাড়ে ৫টায় ভবনটিতে আগুন লাগে। এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ারের কর্মীরা। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় সাড়ে ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও কেন এখনও আগুন নির্বাপন সম্ভব হচ্ছে না তার কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটি একটি আবাসিক ও বাণিজ্যিক মিক্সড বিল্ডিং। এখানে বেজমেন্ট রয়েছে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। সবগুলো সাটার দিয়ে আটকানো। কলাপসিবল গেট রয়েছে। এখানে যা পরিস্থিতি। আমরা অনেকটা কাজ করতে পেরেছি।’

এখনও তিনতলাসহ সব জায়গায় ধোঁয়া রয়েছে জানিয়ে বলেন, ‘ধোঁয়াটা সবচেয়ে বেশি। এজন্য আমাদের কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে।কারণ এখানে ঝুট গোডাউন। পাশাপাশি এখানে অন্যান্য মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি সেম বেজমেন্ট। বেজমেন্ট একটা এবং বেজমেন্টেও দোকানপাট রয়েছে। যার কারণে আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকটি দোকানের সাটার ও কলাপসিবলগুলো ভেঙে কাজ করতে হচ্ছে। যার কারণে এত সময় লাগছে। প্রত্যেকটি ঝুট গোডাউন। প্রত্যেকটি মালামাল সরিয়ে আগুনের সোর্স পর্যন্ত পৌঁছানোর জন্য একটু বেগ পেতে হচ্ছে ও সময় লাগছে। তবে আমরা আশাবাদী যে, আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু নির্বাপন এখনও সম্ভব হয়নি। আমরা চারদিক থেকে অ্যাটাক করছি। যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে। ভেতরে প্রচুর ধোঁয়া। যার কারণে আগুন নির্বাপনে সময় লাগছে।’

এমআইকে/এফএ