images

জাতীয়

অপারেশন থিয়েটারে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হাদির

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় অপারেশন থিয়েটারে নেওয়া হলে দুবার সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। 

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে হাসপাতালে নেন তারই আপন ছোট ভাই। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, সে জীবিত আছে কি না আমরা জানি না। তবে আপনারা চেষ্টা করেন। এরপরই চিকিৎসকরা তার চিকিৎসায় নেমে পড়েন। 

অপারেশন থিয়েটারে এক চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে বলেন, তার অবস্থা খুব খারাপ ছিল। রক্ত বন্ধ হচ্ছিল না। আমরা অনেক চেষ্টা করে সেই রক্ত বন্ধ করেছি। তবে অপারেশন থিয়েটারে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হাদির৷ 

চিকিৎসক বলেন, আমরা তার মাথার এক পাশে ও চোয়ালের এক পাশে গুলি বের হওয়ার চিহ্ন পেয়েছি। এতে ধারণা করা হচ্ছে, গুলি বের হয়ে গেছে। তবে আমরা তার মাথায় হাত দেইনি। অপারেশন শেষে তার পরিবারের অনুরোধে উন্নত আইসিইউয়ের জন্য এভারকেয়ার হাসপাতালে  পাঠানো হয়। তাকে সাড়ে ৭টার দিকে এভারকেয়ারের দিকে নিয়ে রওনা হয় অ্যাম্বুলেন্স। 

শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এসময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। হাদির চোয়ালের একপাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। 

হাদির সঙ্গে থাকা লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন থেকে তার চিকিৎসা এবং অপারেশন চলছিল। সন্ধ্যার পরে অপারেশন করে তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি তার ফেসবুক পেজে জানিয়েছিলেন, ভারতীয়সহ বিভিন্ন দেশের ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তার বাড়ি ঘরে আগুন এবং তার স্ত্রী এবং মাকেও ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে বলে জানান। 

এমআইকে/ক.ম