নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ভিড় করছেন রাজনৈতিক কর্মী-সমর্থকসহ বিভিন্ন উৎসুক জনতা। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালে ওসমান হাদিকে নেওয়ার পর থেকে উৎসুক জনতার ব্যাপক সমাগম ঘটে। পরে জরুরি বিভাগের সামনে মূল ফটকে অবস্থান নিয়ে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনীর সদস্যরা।
রিপন মিয়া নামে একজন বলেন, হাদির ভাইকে গুলির ঘটনা শুনে ছুটে এসেছি।
মোস্তাফিজুর রহমান নামে আরেকজন বলেন, প্রশাসনের উচিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা। নয়তো অন্যান্য অপরাধীরা আরও আশকারা পাবে।
এদিকে হাদিকে দেখতে ঢামেকে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে একটি গুলির আঘাত রয়েছে।
ক.ম/