images

জাতীয়

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ এএম

রাজধানীর লালবাগ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তবে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালবাগ চৌরাস্তা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. রিয়াদ (৩৫)। তিনি লালবাগে এপেক্সের জুতা তৈরির কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বলেন, ‘সন্ধ্যায় ছেলে বাসা থেকে বের হওয়ার সময় আমাকে বলে, “মা, আমি একটু বাইরে যাচ্ছি।” পরে ফোনে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

পথচারী মোহাম্মদ ফাহিম জানান, ‘চৌরাস্তা এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে আমরা তাঁকে উদ্ধার করি। রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমরা দেখিনি।’

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

একেএস/এআর