নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ এএম
আদালতের আদেশে বাগেরহাট ও গাজীপুরের মোট নয়টি আসনের সীমানায় সংশোধন এনে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেন ইসি সচিব আখতার আহমেদ।
গত ১০ সেপ্টেম্বর ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসি। এতে বাগেরহাটে চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি আসন করা হয়। এ নিয়ে বাগেরহাটের সংক্ষুব্ধ ব্যক্তিরা আদালতে মামলা করেন। কয়েক দফা শুনানি শেষে উচ্চ আদালত বুধবার বাগেরহাটে পূর্বের চার আসন বহাল রাখার আদেশ দেন।
সেই আদেশের প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বরের গেজেটে নয়টি আসনের সীমানা আগের মতো বহাল রেখে সংশোধন আনল ইসি।
এমএইচএইচ/এআর