নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
রাজধানীর মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরচুন মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত ছুটোছুটি শুরু করলেও কেউ আহত হননি।
রমনা থানার ওসি মো. রাহাত খান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
একেএস/এমআর