images

জাতীয়

নতুন মাদকের বড় চালান জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

দেশে প্রথমবারের মতো এমডিএমবি নামে নতুন প্রকারের মাদকের বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক কারবারী চক্রের মূলহোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মিডিয়া বিভাগ। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তারা নতুন এই মাদকটির বিরাট চালান জব্দ করেছে। ভাইভ বা ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের সব সদস্য গ্রেফতার করা হয়েছে৷ 

এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানাতে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ব্রিফ করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

এমআইকে/ক.ম