images

জাতীয়

এভেরোজ ইন্টারন্যাশনাল দখলের চেষ্টা, অভিযোগ চেয়ারম্যানের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল দখলের চেষ্টা করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটিতে ঢুকে জাল সনদ দিয়ে চাকরি করা এবং ৫ আগস্টের পর অপসারণ হওয়া সাবেক প্রিন্সিপালের লোকজন ঢুকে পড়ে শিক্ষক–কর্মচারীদের ওপর হামলা চালায়। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুরে বিদ্যালয়ের লালমাটিয়া শাখায় এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন।

আখতারুজ্জামান বলেন, সাবেক প্রিন্সিপাল আনিসুর রহমান সোহাগের নির্দেশে একদল বাহিনী সকালে স্কুলে হামলা চালায়। এতে শিক্ষক–কর্মচারীরা লাঞ্ছিত ও আহত হন। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্কুলে নিরাপত্তা জোরদার করা হবে।

২০২৪ সালের ডিসেম্বরে সোহাগকে প্রিন্সিপালের দায়িত্ব থেকে অপসারণ করা হয় বলে জানান মো. আখতারুজ্জামান। তিনি অভিযোগ করেন, সোহাগের জমা দেওয়া শিক্ষাগত সনদ জাল, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবৈধ ঘোষণা করে। পরে ঢাকা শিক্ষা বোর্ডও তাকে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগে হাইকোর্টে রিট করা হয়েছে।

প্রতিষ্ঠানে আনিসুর রহমান সোহাগের ৪২ জন আত্মীয় কর্মরত, যারা বিভিন্ন অনিয়মে জড়িত—দাবি চেয়ারম্যানের।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত সব কর্মীকে চাকরিচ্যুত করা হবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে দেওয়া হবে। পাশাপাশি জানুয়ারি মাস থেকে দুটি স্কুলবাস চালু করা হবে। তাছাড়া স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে। মালিকপক্ষ ভবিষ্যতে প্রতিষ্ঠান থেকে কোনো আর্থিক সুবিধা নেবে না বলেও তিনি জানান।

দখল করতে আসা আনিসুর রহমান সোহাগ মূল প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না জানিয়ে তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক চাপেই তাকে বিনা পুঁজিতে প্রতিষ্ঠানে যুক্ত করতে হয়েছিল। বরিশালের ঝালকাঠির একজন আওয়ামী লীগ নেতার চাপেই সোহাগকে অন্তর্ভুক্ত করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি গোলাম মোস্তফাকে স্কুলের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে মোস্তফার লোকজন জড়ো হয়ে পুলিশকে মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করলে সেই মামলায় এক নম্বর এজাহারভুক্ত আসামি আনিসুর রহমান সোহাগ।

আখতারুজ্জামান জানান, ১৩ অক্টোবর মালিকানা ও পরিচালনা সংক্রান্ত দ্বন্দ্ব মেটাতে একটি আরবিট্রেশন বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুক্তার আহমেদসহ সদস্যরা আড়াই মাস তদন্ত চালান। সমাধান চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগমুহূর্তে দুষ্টুচক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে হামলা চালায়—দাবি তার।

পিস ইন্টারন্যাশনাল থেকে এভেরোজ ইন্টারন্যাশনাল

স্কুলের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। একই বছর পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হওয়ার পর সেখানকার কিছু শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে যুক্ত হয়। এরপর থেকে লালমাটিয়া, মিরপুর ও উত্তরায়—এই তিনটি শাখা নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

এমআইকে/এআর