নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় সিইসি তফসিল ঘোষণা করবেন।
বাগেরহাটের চারটি আসন পুনঃনির্ধারণের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সীমা নির্ধারণ (ডিলিমিটেশন) বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। তবে এখনো কোনো কোর্ট অর্ডার পাইনি। তাই আদালতের আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা সমীচীন নয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ আসনভিত্তিক তফসিলই ঘোষণা করা হবে। আদালতের রায় হাতে পাওয়ার পর যদি প্রয়োজন হয়, সে অনুযায়ী সংশোধন করা যাবে।’
এবার সংসদ নির্বাচনের দিন গণভোটও অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একইসঙ্গে ঘোষণা করা হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সেখান থেকে বেরোনোর পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।
বিকাল ৪টায় সিইসির কক্ষে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ডিং শুরু হলে চার নির্বাচন কমিশনার সচিবের কক্ষে বৈঠকে বসেন। পরে ৪টা ৪০ মিনিটে তারা সিইসির কক্ষে যোগ দেন। পাঁচ মিনিটের বৈঠক শেষে সচিব সাংবাদিকদের ব্রিফ করেন আখতার আহমেদ।
এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের সময় তারা সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।
গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করতে যান সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এবার দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।
এমএইচএএইচ/এএইচ