images

জাতীয়

গৃহকর্মীর হাতে মা-মেয়ে হত্যা, উঠে এলো ভয়ংকর তথ্য!

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা–পুলিশ। এ হত্যাকাণ্ডের রহস্য নিয়ে প্রশ্ন থাকলেও গৃহকর্মীকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের পর তার কাছ থেকে ছয় ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করা হয়।

এদিকে মা–মেয়েকে হত্যা করে স্কুলড্রেস পরে পালিয়ে যাওয়ার নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।

মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িংরুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় ঘাতক গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং এরপর স্কুলড্রেস পরে পালিয়ে যায়।

পুলিশের সূত্র আরও জানিয়েছে, মা–মেয়েকে হত্যার পর আয়েশা বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চুরি করতে গিয়ে লায়লা আফরোজ দেখে ফেলায় তাকে বিশেষ চাইনিজ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলে মেয়ে উপস্থিত হওয়ায় তাকেও হত্যা করে। গ্রেফতারের পর তার কাছে ছয় ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

একেএস/এআর