নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকার বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠান। একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছেও।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন পূর্ববর্তী সময় থেকে নির্বাচন পরবর্তী পর্যায় পর্যন্ত জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ সম্পূর্ণভাবে মোতায়েন থাকে। অগ্নি নিরাপত্তা রক্ষার পাশাপাশি জরুরি সহায়তা নিশ্চিত করতে মোট উনিশ কোটি নয় লাখ আটত্রিশ হাজার একশত বিশ টাকা প্রয়োজন বলে জানানো হয়।
অধিদপ্তর জানায়, ছয়টি খাতে এই ব্যয়ের প্রয়োজন হবে—দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয় এবং মেশিন ও সরঞ্জাম ভাড়া। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে—৭ কোটি ৪১ লাখ টাকা।
বিশেষ করে নির্বাচনে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার ভাতা ও পরিচালন ব্যয় সাধারণত নির্বাচন কমিশন পরিশোধ করে থাকে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত সাম্প্রতিক বৈঠকে ইসি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় বাজেট চেয়েছে। আলোচনার পর কমিশন চাহিদাগুলো অনুমোদন করবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
এমএইচএইচ/এএস