নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল মোবাইল ফোন নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তি দূর করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে উপদেষ্টা জানান, সরকার প্রবাসীদের জন্য বিদেশ থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে বরং আরও সুবিধা বৃদ্ধি করেছে। নতুন কোনো নিয়ম করে প্রবাসীদের উপর বাড়তি বোঝা চাপানো হয়নি।
তিনি স্পষ্ট করেন, বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে- এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি। বরং, আগে শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসী কর্মীরা শুধু নিজের ব্যবহৃত একটি ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার এই সুবিধা বাড়িয়ে প্রবাসীদের নিজ ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন সেট আনতে অনুমতি দিয়েছে।’
আরও পড়ুন: কওমি আলেমদের ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল
তিনি বলেন, ‘অর্থাৎ মোট তিনটি ফোন (একটি পুরনো ও দুটি নতুন) করমুক্ত আনা যাবে। দুটির বেশি নতুন ফোন আনলে কেবল অতিরিক্ত সেটের জন্যই প্রযোজ্য শুল্ক দিতে হবে। তবে এই বিশেষ সুবিধাটি কেবল বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মীরাই পাবেন; অন্যান্য সকলের জন্য আগের নিয়মই কার্যকর থাকবে।’
এছাড়া মোবাইল ফোন রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়ম নিয়েও বিভ্রান্তি দূর করে তিনি বলেন, প্রবাসীদের জন্য আলাদা কোনো নতুন রেজিস্ট্রেশন আইন করা হয়নি। ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী, দেশের ‘যে কোনো নাগরিক’ নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে বাধ্য থাকবে। এই আইনটি তৈরি করা হয়েছে অবৈধ মোবাইল সেট ব্যবহার করে সংঘটিত অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণের জন্য। এটি কারও উপর হয়রানি চালানোর উদ্দেশে প্রণয়ন করা হয়নি, বরং জনসুরক্ষা নিশ্চিত করাই এর লক্ষ্য।
তিনি প্রবাসী ভাই-বোনদের গুজব ও গীবত থেকে সতর্ক থাকারও আহ্বান জানান। তার মতে, মিথ্যা তথ্য ছড়ানো বা পরনিন্দা করা ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ।
উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু অসৎ মহল প্রবাসীদের মাঝে ‘প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন’ এর মতো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সকলকে এ ধরনের মিথ্যাচার প্রতিরোধ ও সচেতনতা তৈরির অনুরোধ জানান।
এম/এএইচ