images

জাতীয়

‘ভোট উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সব ভোটকেন্দ্রে যাতে বিদ্যুতের ব্যবস্থা থাকে তা নিশ্চিতে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, আগে হতো ৮টা থেকে ৪টা পর্যন্ত। সূর্যের আলো সরে গেল…আমাদের ভোট গণনা করতে হবে, এ কারণে বৈদ্যুতিক ব্যবস্থা যেন অব্যাহত থাকে, সেবিষয়গুলো আলোচনা হয়েছে।’

জাতীয় পার্টিকে ভোটের মাঠে নামতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে, ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড কি নিশ্চিত করা হবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো মাঠ তো তারাই (রাজনৈতিক দল) গরম করে রেখেছে। সবাই আছে, কে কী বলে তাতো না। এখন অনেকেই আছে ঘর থেকে বের হতে চায় না। ঠান্ডা লাগবে বলে, সর্দি কাশি হবে। তাদেরকে আমরা না করছি নাকি?’

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এমআর