images

জাতীয়

চাকরি ফিরে পেতে ইসির প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

নানা অভিযোগে নির্বাচন কমিশনের অধীনস্থ আইডিইএ প্রকল্পের ৮০ জন কর্মকর্তা–কর্মচারীকে চুক্তি নবায়ন ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছিল। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চাকরি ফিরে পেতে মানববন্ধন করছেন এসব কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনের সামনে এ মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রক‌ল্পের মেয়াদ ছিল ৩০ ন‌ভেম্বর পর্যন্ত। যথা‌রীতি সক‌লেই অ‌ফিস কর‌ছি‌লেন। ৩০ ন‌ভেম্বর শেষ বিকেলে জা‌রিকৃত পত্রানুযায়ী সবাইকেই কাজ অব্যাহত রাখার নি‌র্দেশ দেওয়া হয়। ১ ও ২ তা‌রিখ অ‌ফিস করার পর ৩০ তা‌রি‌খে স্বাক্ষ‌রিত ভিন্ন প‌ত্রের মাধ্যমে জানা যায় ৮০ জন‌কে নবায়ন না ক‌রার জন্য সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে। যা অত্যন্ত নে‌তিবাচক ও অমান‌বিক। আউট‌সো‌র্সিং চাকরি বিধায় এরকম অ‌বিচার করা সহজ হ‌য়ে‌ছে। আমরা আমাদের চাকরি ফেরত পেতে চাই।’

তিনি আরও বলেন, ‘৮০ জনের ম‌ধ্যে অ‌ধিকাংশই জা‌নেন না তা‌দের চাকরি নবায়ন না করার কারণ কী? কিছু সংখ্যক আছেন যা‌দের ছোট ছোট অপরা‌ধের কার‌ণে শা‌স্তি দেওয়া হচ্ছে। একই অপরা‌ধে বারবার শা‌স্তি অ‌নৈতিক এবং আইনের সঙ্গে সাংঘ‌র্ষিক।

তিনি বলেন, ‘এদের ম‌ধ্যে অ‌নে‌কেই আছেন যা‌দের পুনর্বিবেচনা ক‌রে যোগদান বা নবায়‌নের ব্যবস্থা কর‌লে নি‌জেরাই পদত্যাগ পত্র দি‌তে প্রস্তুত আছে‌ন। কারণ যে বা যারা বিনা নো‌টি‌শে বা বিনা সতর্কীকর‌ণে চাকরি হা‌রি‌য়ে‌ছেন দীর্ঘ ৫ থে‌কে ১৭ বছর চাকরি ক‌রে; তারা কল‌ঙ্কের বোঝা নি‌য়ে বা‌ড়ি ফির‌তে নারাজ।’

গত ৩০ নভেম্বর আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক চিঠি জারি করে ৮০ জনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।

এমএইচএইচ/এফএ