জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ জুলাই ২০২২, ০৭:২৯ এএম
শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজারের বন্যা কবলিত মানুষের কল্যাণে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার (৬ জুন) রাজধানীর রাজারবাগ মিলনায়তনে দুই দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের হাতে এ অর্থ প্রদান করেন তিনি।
বাংলাদেশ পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরাধ সভায় আইজিপি কোরবানিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। সভায় কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি করা হলে জড়িত পুলিশ সদস্যদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ার দেন।
উল্লেখ্য, আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার প্রধানগণের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।
এমআইকে/এএস