images

জাতীয়

বেরিয়ে যাওয়া সিংহ ফের খাঁচায়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটি ধরা পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাল দিয়ে হিংস্র পশুটিকে ধরা হয়।

ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার। 

তিনি বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্বাভাবিকভাবেই সিংহটি ধরা দিয়েছে।’

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি জাতীয় চিড়িয়াখানায় তার খাঁচা থেকে বেরিয়ে যায়। 

এ ব্যাপারে সে সময় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।’

সিংহটি কীভাবে বেরিয়ে গেল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘হয়তো তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’

এদিকে সিংহ খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। 

এমআইকে/এএইচ