জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে গেছে একটি সিংহ। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, ‘সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।’
এদিকে সিংহ খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান বলে জানিয়েছেন পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
সিংহটি কীভাবে বেরিয়ে গেল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘হয়তো তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’
চিড়িয়াখানার পরিচালক আরও জানিয়েছেন, এ ঘটনায় রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এমআইকে/এএইচ